বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা চালু করেছে মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।
এক ফেসবুক পোস্টে তিনি জানান, “স্টারলিংক এখন অফিশিয়ালি বাংলাদেশে। গতকাল (সোমবার) বিকেলে তারা ফোনে বিষয়টি নিশ্চিত করেছে এবং আজ সকালে তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ বিষয়ে ঘোষণা দিয়েছে।”
স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে ইন্টারনেট সেবা দিচ্ছে:
স্টারলিংক রেসিডেন্সিয়াল: মাসিক ৬,০০০ টাকা
রেসিডেন্সিয়াল লাইট: মাসিক ৪,২০০ টাকা
তবে, উভয় প্যাকেজের জন্য গ্রাহকদের এককালীন ৪৭,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি কিনতে হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “শুরুতে খরচ কিছুটা বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই সমাধান হতে পারে।” আগ্রহী ব্যবহারকারীরা স্টারলিংকের ওয়েবসাইট বা নির্ধারিত প্ল্যাটফর্ম থেকে আজ থেকেই সংযোগের জন্য আবেদন করতে পারবেন।