বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। সোমবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিরেক্টর জ্যাঁ পেসমে। জোহানেস জুট ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিচারণা করে বলেন, ‘বাংলাদেশ আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে জুট বলেন, ‘আপনি এবং আপনার টিম দুর্দান্ত কাজ করছেন, এজন্য ধন্যবাদ।’ তিনি গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্যই এটি এক আবেগঘন অধ্যায়।’
জোহানেস জুট জানান, বিশ্বব্যাংক বাংলাদেশে তরুণদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে। তিনি বলেন, ‘গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্বব্যাংকের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দায়িত্ব নেওয়ার সময় আমাদের দেশের অবস্থা ছিল ধ্বংসস্তূপের মতো। সেই পরিস্থিতি থেকে উন্নয়ন সহযোগীরা পাশে দাঁড়িয়ে আমাদের সাহস জুগিয়েছে।’
তিনি বলেন, ‘গত জুলাইয়ে আমাদের তরুণরা যা করেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আমাদের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিশ্বব্যাংকের অবদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে শুধু একটি সীমারেখা হিসেবে নয়, দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করুন।’
সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, নতুন পরিচালনা ব্যবস্থায় কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগে (এফডিআই) ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ এই সহযোগিতা দেশকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।