প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত United States-Bangladesh Executive Business Roundtable-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ‘Advancing Reform, Resilience and Growth’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (USBBC)।
অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ বিভিন্ন মার্কিন কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে নতুন বিনিয়োগের অসংখ্য সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে হবে।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন। তাদেরকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।