বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের বিষয়ে চীনা নাগরিকদের সতর্কতা জারি করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রবিবার (২৬ মে) রাতে দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে চীনা নাগরিকদেরকে বিদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে নিজ দেশের আইন কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বিদেশি স্ত্রী কেনা” ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশে বিয়ের আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করতে হবে। একই সঙ্গে অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলা ও শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ছড়ানো বিভ্রান্তিকর কনটেন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস জানায়, চীন সরকার আন্তঃসীমান্ত বিয়ের কোনো ম্যাচমেকিং এজেন্সিকে অনুমোদন দেয় না। কিছু প্রতারক চক্র এ সুযোগে চীনা পুরুষদের কাছ থেকে টাকা নিয়ে “স্ত্রীর সন্ধান” দেওয়ার নামে মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে।
দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশ সরকার মানবপাচার ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ আন্তঃসীমান্ত বিয়েতে জড়িত থাকলে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া এ ধরনের প্রতারণার শিকার হলে চীনা নাগরিকদের দ্রুত তাদের দেশের জননিরাপত্তা বিভাগে রিপোর্ট করারও আহ্বান জানানো হয়েছে।