বাংলাদেশের সঙ্গে কেবল অতীতের সম্পর্ক ধরে রাখাই নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী যুক্তরাজ্য। সম্প্রতি ঢাকা সফরে এসে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ বাণিজ্য দূত রোজি উইন্টারটন।
তিনি জানান, ইউকে এক্সপোর্ট ফান্ডে থাকা ২ বিলিয়ন পাউন্ডের তহবিলের একটি বড় অংশ ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে। তবে এর আগে বাংলাদেশকে অবশ্যই আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে।
উইন্টারটন আরও বলেন, ব্রিটিশ বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা চান। অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বিষয়ক উদ্যোগ তাদের আস্থা বাড়াতে সহায়ক হয়েছে।
সাক্ষাৎকারে তিনি রোহিঙ্গা আশ্রয়দান ও শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি পোশাক, শিক্ষা, এভিয়েশন, জলবায়ু এবং প্রতিরক্ষা খাতে যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও, যুক্তরাজ্য ২০২৯ সাল পর্যন্ত কম শুল্কহারের সুবিধা অব্যাহত রাখবে বলেও জানান উইন্টারটন।