প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ থাকলেও জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তবর্তী সরকার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের ব্যয় বেড়ে চলায় এশিয়ার ঋণ সংকট আরও তীব্র হচ্ছে।
তিনি আরও বলেন, এশিয়াকে একতাবদ্ধ হয়ে বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অনুদান ভিত্তিক অর্থায়নের ওপরও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।