কালিহাতী প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মানুষের নিরাপত্তা ও সেবার প্রয়োজন হলে নির্বাচনে অংশ নিবো; আবার প্রয়োজনে নিবো না।
এখন শুধু মুক্তিযুদ্ধের কথা বললে হবে না। মানুষের খাওয়া-পড়ার কথা বলতে হবে, মানুষের জীবনের নিরাপত্তার কথাও বলতে হবে।
মানুষের সেবা করে যাবো। বাংলাদেশ এবং মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে, পালন করবো।
আরো পড়ুন – ধারন ক্ষমতার বেশি ওজন দেয়ায় হুপার ভেঙে মারা যায় শ্রমিক
মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের অধিকার, সম্মান ও নিরাপত্তার জন্য রাজনীতি করি।
সবখানে শুধু ইলেকশন, ইলেকশন ও ইলেকশন। আমি নির্বাচনের জন্য রাজনীতি করি না।
কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলু প্রমুখ। সম্পাদনা – অলক কুমার