জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ছাড়া তার কোনো দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট নেই।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “আমার একটাই সিটিজেনশিপ, সেটি বাংলাদেশি। আমি আগে আমেরিকায় ছিলাম, তবে আমার কোনো আমেরিকান পাসপোর্ট নেই। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ।”
তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ঢিল ছোড়েন, সেটা অন্যদের ওপরও গিয়ে পড়তে পারে। দয়া করে এসব বন্ধ করুন।”
সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ দাবি করেছিলেন, খলিলুর রহমান বিদেশি নাগরিক। গত শনিবার খুলনায় এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি। ওই বক্তব্য ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।