বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, জনগণের চলাচল সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্বাক্ষরিত হবে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ)।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত আছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পক্ষে অংশ নিচ্ছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এর আগে শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। পরে তিনি বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় যাওয়ারও কথা রয়েছে তার।