বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার কামাল হোসেন সাতক্ষীরা সদর থানার নাথুয়ার ডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা থেকে ইয়াবার একটি বড় চালান বাগেরহাটে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাটাখালী মোড়ে চেকপোস্ট বসায়।
পরে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের বক্সের ভেতর রাখা কালো রঙের প্লাস্টিক ক্যারেটের নিচে আমের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি এক লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার কামাল হোসেনকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।