বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হলে বিশ্বের কোনো দেশই লাভবান হবে না, এমন মন্তব্য করেছেন লাতিন ও ক্যারিবিয় অঞ্চলগুলোর শীর্ষ নেতারা। বুধবার (৯ এপ্রিল) হন্ডুরাসে অনুষ্ঠিত লাতিন ও ক্যারিবিয় অঞ্চলের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মেলনে তারা এই মন্তব্য করেন।
এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কঠোর সমালোচনা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম, কিউবার প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেলসহ আরও অনেক শীর্ষ নেতা।
এসময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেন, নতুন বৈশ্বিক ব্যবস্থায় লাতিন আমেরিকার নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনে লাতিন ও ক্যারিবীয় অঞ্চলের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।