আগামী তিন মাস বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সোমবার (২ জুন) জোটের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২ জুন থেকে পরবর্তী তিন মাসের জন্য সমন্বয়কের দায়িত্বে থাকবেন রুহিন হোসেন প্রিন্স।
বর্তমানে বাম গণতান্ত্রিক জোটে ছয়টি বামধারার রাজনৈতিক দল রয়েছে। সেগুলো হলো—বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি।