বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঝিনাই নদীতে অবৈধ ড্রেজার ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা ঝিনাই নদীতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এসময় ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তেলনের জন্য ব্যবহৃত বাল্কহেডগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়।
পরে বাল্কহেডের লোহার পাইপগুলো খুলে ফেলা হয়।
অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে উপ-বিভাগীয় প্রকৌশলী ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা জানান, খবর পেয়ে ঝিনাই নদীর নথখোলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।