বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন পদে ১০ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) উপজেলা নির্বাচন কার্যালয়ে হাজির হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা প্রত্যাহারপত্র জমা দেন।
আরো পড়ুন – বাসাইলে চাচীর গোসলের ভিডিও ধারন, চাচার কাছে টাকা দাবি
জানা যায়, প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৬ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
কাশিল ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন নাছির খান, মোহাম্মদ হোসাইন খান, ইলিয়াজ জামান ও সাধারণ সদস্য পদে ৫ জন; ৮ নং ওয়ার্ডে জামাল উদ্দিন; ১ নং ওয়ার্ডে আনিছুর রহমান; ৪ নং ওয়ার্ডে মিলন সিকদার, রিপন আলী; ৩ নং ওয়ার্ডে তৌহিদুল হক পাবেল প্রার্থীতা প্রত্যাহার করেন।
বাসাইল সদর ইউপিতে চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ১ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
আরো পড়ুন – বাসাইল সদর ইউপি নির্বাচনে সোহেলের বিপক্ষে সোহেল
এদের মধ্যে চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল সাফিও সাধারণ সদস্য পদে ৩ নং ওয়ার্ডে নাজমুল হাসান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৬ জনসহ মোট ১০ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
২টি ইউনিয়নে ২৭ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৫ জুন এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা – অলক কুমার