টাঙ্গাইলের বাসাইলে কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র নেতৃবৃন্দের ছাত্র সমাবেশ একই সময় ও স্থানে আহ্বান করার কারণে উপজেলা প্রশাসন রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের ৫০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এই সময়ে সকল প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, লাঠিসোটা ও অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপালন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
জানা গেছে, কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। অন্যদিকে ছাত্র সমাজের পক্ষ থেকে সমাবেশের আবেদন করা হয় একই সময় ও একই স্থানে। উভয় পক্ষ ইতোমধ্যে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেছে, যা স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি করেছে।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, “কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহীদ মিনারে কাউকে অনুষ্ঠান করতে দেওয়া হবে না।” ইউএনও আকলিমা বেগম বলেন, “দুটি আবেদন বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
উভয় পক্ষই তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রশাসনের এই পদক্ষেপের ফলে আজ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কোনো সমাবেশ অনুষ্ঠিত হবে না।