বাসাইল সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি করে গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে জনি ও তারেক নামের দুই ব্যক্তির বিরুদ্ধে।
গত ১৪ সেপ্টেম্বর ওই বিদ্যালয় মাঠের পাশ থেকে দুইটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে তারা।
অভিযুক্তরা ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পাশে থাকা দুইটি ইউক্যালিপটাস গাছ কাউকে কিছু না বলে চুরি করে কেটে নিয়েছে পার্শ্ববর্তী জনি ও তারেক।
গাছগুলো প্রায় ১০ থেকে ১২ বছর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে রোপণ করা হয়েছিল।
এরআগেও তারা ওই বিদ্যালয়ের পাশ থেকে কয়েকটি গাছ কর্তন করে।
স্থানীয়রা আরো জানান, করোনার কারণে বিদ্যালয় দীর্ঘদিন যাবত বন্ধ থাকার সুযোগে সহজেই তারা গাছ চুরি করতে পেরেছে।
গাছগুলো কাটার কারণে বিদ্যালয়ের পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।
বিদ্যালয়ের দপ্তরি জামিল খান বলেন, বিদ্যালয়ে গিয়ে দেখি দুইটি গাছ কেটে ফেলেছে।
পরে জানতে পারি গাছগুলো জনি ও তার ভাই তারেক কেটে বাড়িতে নিয়ে গেছে।
বিষয়টি তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়েছে।
অভিযুক্ত জনি মিয়া বলেন, বিদ্যালয়ের কিছু জমি আমার তালই দিয়েছে।
পরে সেখানে আমার বাবা কয়েকটি গাছ রোপণ করে। বাড়িতে ঘর দেওয়ার জন্য দুইটি গাছ কেটেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়দা আক্তার বলেন, কাউকে না জানিয়ে তারা বিদ্যালয়ের দুইটি গাছ কেটেছে।
পরে বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে। মিটিং করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এখনি খোঁজ নিচ্ছি। খোঁজ নিয়ে এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’