টাঙ্গাইলের বাসাইলে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বাসাইল হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে নয়জনকে ৫শ’ টাকা করে ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীরা প্রতি কেজি ২শ’ থেকে ২শ’ ২০ টাকা পর্যন্ত বিক্রি করছিল।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- হাফেজ, আলী আকবর, বিপ্লব, আবু তালেব, নহেশ, সাইজুদ্দিন, উজ্জল, সালাম, ঠান্ডু, বাবুল।
এছাড়াও ঐ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অপরাধে হাবিব নামের এক হোটেল মালিককে এক হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট তৈরির দায়ে আবুল মিয়া আরেক ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।