টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের পাঁচশ গজ সীমানার মধ্যে রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে এক সময়ে কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র নেতৃবৃন্দের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: আকলিমা বেগম শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করেন। এই ধারা কার্যকর করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ওই এলাকার জনগণের সঙ্গবদ্ধ চলাচল ও সম্ভাব্য গোলযোগ প্রতিরোধে নজরদারি চালাচ্ছেন।
জানা গেছে, মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের অনুমতি গত ১ সেপ্টেম্বর পাওয়া যায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। অন্যদিকে, ছাত্র সমাজের পক্ষ থেকে রনি মিয়া গত ৫ সেপ্টেম্বর একই স্থানে এবং একই সময়ে সমাবেশের অনুমতি আবেদন করেন। পরে উভয় পক্ষই পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করে, যা স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম বলেন, দুই পক্ষের সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।