বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিসি)-এর ৩৫টি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) সকালে দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক জানিয়েছে, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করছে। এর আগে গত মাসে সারাদেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসেও একই ধরনের অভিযান চালায় সংস্থাটি।
দুদক সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।