বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে একটি মহল এখনও নানা ষড়যন্ত্র করছে। তবে ষড়যন্ত্রকারীরা অতীতেও সফল হয়নি, এখনও হবে না। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা বিএনপি নেতাদের সমালোচনায় ব্যস্ত। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে বড় অপরাধীদের ধরতে হবে। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কথাও বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষ আস্থা হারাবে। তাই সঙ্কট সৃষ্টি না করে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।