পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম ফকির (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি ছাত্রলীগের সাবেক সহসভাপতিও ছিলেন।
দুমকী থানা পুলিশ জানায়, সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালে দেশব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। ওই সময় উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে বিএনপি নেতাকর্মীরাও আহত হন।
ঘটনার প্রায় এক বছর পর, ২০২3 সালের ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি ছিলেন যুবলীগ নেতা মনিরুল ইসলাম ফকির।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “বিএনপি অফিস ভাঙচুর মামলায় মনিরুল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”