বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও গুম হওয়া পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার শিশুদের ভবিষ্যৎ বা শহীদ পরিবারের জন্য তেমন কিছু করেনি। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, “যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সম্ভব। আমাদের সবাইকে সেই দায় নিতে হবে।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, “পরিবর্তনের সুফল কেবল ক্ষমতাসীনদের পকেটে গেছে—কেউ হয়েছে মন্ত্রী, কেউ ব্যবসায়ী। কিন্তু যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারকে কেউ দেখেনি।”
নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, “গঠিত গুম কমিশন প্রতিবেদন দিলেও এখনও নিখোঁজদের সন্ধান মেলেনি। যদি সংস্কার মানুষের কল্যাণে না আসে, তাহলে তা মূল্যহীন।”
বিএনপি নেতার এই বক্তব্যে মানবাধিকারের প্রতি দলের অঙ্গীকার ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি স্পষ্টভাবে উঠে আসে।