বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নিতে হবে এবং ভোট সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠিত হবে। তিনি সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে সাক্ষাৎকারে এই বার্তা দেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়।
ফখরুল জানান, “আমরা চাই আওয়ামী লীগ ও তাদের শরিকরা, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা হতে হবে সুষ্ঠু ও অবাধ।” তিনি বলেন, এই মন্তব্যের কারণে কিছু মহল তাকে ভারতের এজেন্ট বা আওয়ামীর দালাল বলে কটাক্ষ করছে।
তিনি আরও বলেন, “শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালেই প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি, এবং সেই কারণে জনগণ আওয়ামী-বিরোধী। তবে আমাদের লক্ষ্য নির্বাচনকে সব দলের জন্য উন্মুক্ত করা।”
মির্জা ফখরুল উল্লেখ করেন, “জামায়াত ৩০টি আসন চেয়েছে, কিন্তু আমরা তাদের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি না। নির্বাচনের প্রস্তুতি নিতে জামায়াত চেষ্টা করছে, কিন্তু বিএনপি তাদের প্রভাব বৃদ্ধি দেবে না।”
ভারতের সম্ভাব্য প্রভাব বিষয়ে ফখরুল বলেন, “ভারত মুক্তিযুদ্ধের সহায়ক এবং আমাদের চারপাশে অবস্থিত। তবে বাংলাদেশ বলতে শুধুমাত্র আওয়ামী লীগকে বোঝা ঠিক নয়। বিএনপি একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দল, যা স্বাধীন সংবিধান রক্ষায় কাজ করে যাচ্ছে।”