কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি-জামায়াত উভয় পক্ষের অন্তত ১৮ জন নেতা-কর্মী আহত হওয়ায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
এতে দুই দলের ৩৬ জনকে সনাক্ত করে আসামি করা হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) কালিগঞ্জ থানা সূত্রে এই সংবাদ জানা যায়। বিএনপির মামলায় জামায়াতের ২৩ জন ও জামায়াতের মামলায় বিএনপির ১৩ জনকে সনাক্ত করে আসামি করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৮ জন আহত হন। এই ঘটনায় ওই রাতেই ১৩ বিএনপি নেতা-কর্মীকে সনাক্ত করে ও আরো অজ্ঞাত নামা আসামি করে জামাতের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
গত শুক্রবার বাদ জুমা কালিগঞ্জে জামায়াতে ইসলামী প্রতিবাদ সমাবেশ করে আাসামি গ্রেপ্তারের দাবি জানান। গতকাল শনিবার রাতে এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে জামায়াতের ২৩ জনকে সনাক্ত করে একটি মামলা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘ইফতার মাহফিল নিয়ে সৃষ্ট ঘটনায় দুটি মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।