বিএনপি কখনও জোর করে ক্ষমতায় আসতে চায় না, বরং দেশের ৭৫ শতাংশ মানুষই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলে ন।
জয়নুল ফারুক বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল, তাই আমরা বারবার নির্বাচনের দাবি জানিয়ে আসছি। শুধু কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন নয়, প্রয়োজন কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচনমুখী সংস্কার। আমরা সেই নির্বাচন চাই না যেখানে রাতে ভোট হয় এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময়ই একটি নির্বাচনমুখী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নির্বাচন ব্যবস্থাকে সহজ ও গ্রহণযোগ্য করেছিলেন। এখন ভোটের কথা বললেই একটি চিহ্নিত মহলের গাত্রদাহ হয়। তাই আমরা দ্রুত একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই।”
এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।