চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) আজ বুধবার অনুষ্ঠিত হলো ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান বলেন, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরু দায়িত্ব ন্যস্ত হলো। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী একটি আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে আরও সুদৃঢ় হবে।
এই ব্যাচে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী ক্যাডেট ছাড়াও কমিশন পেয়েছেন ৪ জন ফিলিস্তিনি ক্যাডেট।
কুচকাওয়াজে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন সম্রাট জাবির এবং ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ পান মো. আব্দুল ওয়াদুদ মাসুম। ফিলিস্তিনের ক্যাডেট মোহাম্মদ ইসবে অর্জন করেন ‘বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স’।
প্যারেড শেষে নবীন অফিসারদের পিতা-মাতা ও অভিভাবকেরা তাঁদের সন্তানদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।