বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গ্রাহকদের সেবা সহজ করতে নতুন অনলাইন ই-সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। এখন থেকে বিএসটিআইয়ের সব সেবা অনলাইনে পাওয়া যাবে।
বুধবার (১৯ নভেম্বর) তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে সফটওয়্যারের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুজ্জামান।
গ্রাহকরা eservice.bsti.gov.bd লিংকে গিয়ে সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্সের জন্য আবেদন ও পেমেন্ট করতে পারবেন। আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই, পরিদর্শন, টেস্ট ফি প্রদান এবং লাইসেন্স প্রদান সবই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।
ভবিষ্যতে মেট্রোলজি লাইসেন্স, এমএসসি লাইসেন্স, কেমিক্যাল ও ফিজিক্যাল ল্যাব টেস্টসহ অন্যান্য সেবাসমূহও অনলাইনে যুক্ত করা হবে।











