বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়া সেনা কর্মকর্তাদের অত্যন্ত প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে উপস্থিত হয়েছেন, এবং যেভাবে তাদের নিয়ে আসা হয়েছে, এতে সেনা প্রশাসন ও সেনাপ্রধানের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।”
অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, “তারা আইনে শাসনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, আমরা সেটিকে খুব ইতিবাচকভাবে মূল্যায়ন করছি।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেনা কর্মকর্তাদের সাব জেলে রাখা বা কোথায় রাখা হবে, তা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে। “যেটা প্রয়োজন এবং যথোপযুক্ত মনে করবেন, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। এই বিষয়ে আমার কোনো এখতিয়ার নেই।”











