ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে বলেছেন, “এই প্রথম কোনো সরকারকে দেখছি, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে।”
গত ২৬ আগস্ট নদীয়া জেলার কৃষ্ণনগরে জমির পাট্টা বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
মহুয়া মৈত্র বলেন, “পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ—আমাদের ভাষা এক, মানুষ এক। একসময় আমরা অবিভক্ত বাংলা ছিলাম। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়। সেই বাংলাদেশই সবসময় আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে ছিল। অথচ আজ এই সরকার বাংলাদেশিদের দুষ্ট বা বদ প্রকৃতির বলে চিহ্নিত করছে। বিজেপির নেতারা এমন মনোভাব প্রকাশ করছেন যে, বাংলাদেশের মানুষ সবাই অসভ্য।”
তিনি আরও বলেন, “ওরা বারবার বলে যাচ্ছে—অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! কিন্তু ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে আছে পাঁচটি বাহিনী। সরাসরি এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর। সুতরাং অনুপ্রবেশ হলে এর দায় সরকারের।”