বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে অবৈধ ৪২ কোটি টাকার মামলা দুদকের

বিডিনিউজের চীফ এডিটর ও এমডি তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্বে দুদকে বৈধ আয়ের বাইরে ৪২ কোটি টাকা অবৈধ আয় পাওয়ায় মামলা দায়ের হয়েছে। দুদক আইনের ২৭(১)ধারায় এ মামলা দায়ের করেছে।

অনলাইন ডেস্ক:  বিডিনিউজের চীফ এডিটর ও এমডি তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্বে দুদকে বৈধ আয়ের বাইরে ৪২ কোটি টাকা অবৈধ আয় পাওয়ায় মামলা দায়ের হয়েছে। দুদক আইনের ২৭(১)ধারায় এ মামলা দায়ের করেছে।

মামলার তদারককারী কর্মকর্তা সৈয়দ ইকবাল  এ কথা জানিয়ে বলেছেন, এখন তার বিরুদ্বে চুড়ান্ত তদন্ত করে চার্জশীট আদালতে দেয়া হবে। একই সঙ্গে আরেক সহযোগীসহ তার বিরুদ্বে মানি লন্ডারিং মামলাটি সিকিউরিটিজ এক্সচেন্জ কমিশনে পাঠানো হয়েছে।সংশোধিত আইনে মানি লন্ডারিং মামলা কমিশন করে থাকে। দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তৌফিক ইমরোজ খালিদীকে এর আগে দুদক তলব করে জিজ্ঞাসাবাদ করে ও দীর্ঘ তদন্ত শেষে চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে।

সূত্র: সোনালী সংবাদ