চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বিনা মূল্যে জরুরি রোগী ও লাশ পরিবহনের জন্য আধুনিক সি-অ্যাম্বুল্যান্স চালু করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ৪০০ অশ্বক্ষমতাসম্পন্ন স্পিডবোট-অ্যাম্বুল্যান্সটি সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যাত্রায় ছিলেন একজন রোগী ও তার অভিভাবকরা।
উদ্বোধনী যাত্রায় ২৫ জন যাত্রী নিয়ে অ্যাম্বুল্যান্সটি মাত্র ১৪ মিনিটে ২০ কিলোমিটার চ্যানেল পথ পাড়ি দিয়ে সীতাকুণ্ড ফেরিঘাটে পৌঁছায়। এতে রয়েছে শৌচাগার, আরামদায়ক আসন, বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা এবং রোগীদের জন্য অক্সিজেন সহযোগিতার ব্যবস্থা।
এই সি-অ্যাম্বুল্যান্স সন্দ্বীপ চ্যানেলে সার্বক্ষণিক জরুরি সেবা দেবে। যানটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় এক কোটি ১০ লাখ টাকা, এবং এর পৃষ্ঠপোষক সিআইপি নূরুল মোস্তফা খোকন জানান, ভবিষ্যতে আরও পাঁচটি সি-অ্যাম্বুল্যান্স চালুর পরিকল্পনা রয়েছে।
খোকন বলেন, “সন্দ্বীপ চ্যানেলে আগে জরুরি রোগী পরিবহনের কোনো সুব্যবস্থা ছিল না। সূর্যাস্তের সঙ্গে দ্বীপের সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ফলে অনেক প্রসূতিকে ফেরিঘাটে সন্তান প্রসব করতে হয় এবং সময়মতো নৌযান না পাওয়ায় মা ও শিশুদের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাধীনতার ৫৩ বছরেও দ্বীপে নিরাপদ মাতৃত্বের পরিবেশ তৈরি হয়নি। মানবিক কারণে আমি এই সেবা চালু করেছি।”