বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ জুন) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। এরপর স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে। সেখানে গত ২৪ মে মস্তিকে অস্ত্রোপাচার হয়। ২২ মে থেকে নাসরিন সিদ্দিকী অচেতন ছিলেন। সেইদিন থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল শনিবার রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। এ সময় তাঁর পাশে স্বামী কাদের সিদ্দিকীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।
ফরিদ আহমেদ আরো জানান, গতকাল রাতেই নাসরিন সিদ্দিকীর মরদেহ টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় আনা হয়। আজ রোববার দুপুর ১২টায় মরদেহ কাদের সিদ্দিকীর আকুর টাকুরপাড়ার পৈতৃক বাসভবন ‘সিদ্দিকী কটেজ’–এ নেওয়া হবে। জোহরের নামাজের পর পিটিআই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে মরদেহ নিয়ে পরিবার ও শুভাকাঙ্খীরা কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটিতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। সেখানে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
নারসিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে। তিনি কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।











