নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। নতুন সংশোধনী অনুযায়ী, বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা ৭ বছর নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা পরিষদে ঘণ্টাব্যাপী আলোচনায় আইনে বলাৎকারের একটি নতুন সংজ্ঞা যুক্ত করা হয়েছে এবং ডিএনএ টেস্ট দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।