খবর বাংলা ডেস্ক :
ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে দাবি জানিয়েছিল, তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছে ক্রিকইনফো।
ক্রিকইনফোর দাবি অনুযায়ী, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্টভাবে বিসিবিকে জানিয়েছে যে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ না খেললে পয়েন্ট হারানোর ঝুঁকির কথাও জানানো হয়েছে।
তবে বৈঠকটি নিয়ে এখন পর্যন্ত আইসিসি কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত বিসিবি জানিয়েছে, ম্যাচ ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির পাঠানো কোনো ই-মেইলের জবাব তারা পায়নি।
বিশ্বকাপের ম্যাচ আয়োজন ঘিরে এই অনিশ্চয়তা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা আলোচনা সৃষ্টি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক অবস্থান জানা এখনো বাকি রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











