আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিতে এশিয়া সফরে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
মূলত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্বের পাশাপাশি বেশ কিছু প্রীতি ম্যাচ আয়োজন করছে সিবিএফ। নতুন দায়িত্ব পাওয়া ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়েছেন, এসব ম্যাচের মাধ্যমে তিনি খেলোয়াড়দের পারফরম্যান্স আরও ভালোভাবে মূল্যায়নের সুযোগ পাবেন।
ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল।