নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে শুরু হওয়া বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানার দল। এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।
প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ, যা তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইনিংসের নেতৃত্বে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ৭৮ বলে রেকর্ড দ্রুততম সেঞ্চুরি করেন তিনি। ৮০ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। শারমিন আক্তার ৯৪ রানে অপরাজিত থাকেন, সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে। ফারজানা হক পিংকি করেন ৫৩ রান।
জবাবে থাইল্যান্ড মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে সমান ৫ উইকেট শিকার করেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। দুজনের জন্যই এটি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের কীর্তি।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী শুরু করলো বাংলাদেশ নারী দল।