বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ৪০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। প্রতিবছর এই রোগে বিশ্বব্যাপী প্রাণ হারাচ্ছেন প্রায় ১৩ লাখ মানুষ। তুলনামূলকভাবে বাংলাদেশে হেপাটাইটিসে আক্রান্তের হার উন্নত দেশের চেয়ে অনেক বেশি।
এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ জুলাই পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। এ বছরের প্রতিপাদ্য: “হেপাটাইটিস: লেটস ব্রেক ইট ডাউন” — যার বাংলা অর্থ, “আসুন, হেপাটাইটিস নিয়ে বাধা দূর করি”।
হেপাটাইটিস ভাইরাস যকৃতে প্রদাহ সৃষ্টি করে। সাধারণত হেপাটাইটিস A ও E ভাইরাস দূষিত পানি ও খাদ্য থেকে ছড়ায় এবং স্বল্পমেয়াদি। অন্যদিকে, হেপাটাইটিস B ও C ভাইরাস রক্তের মাধ্যমে ছড়ায় এবং দীর্ঘমেয়াদি হয়ে সিরোসিস কিংবা লিভার ক্যানসারে পরিণত হতে পারে।
প্রতিরোধে করণীয়:
-
বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবার গ্রহণ
-
রক্ত নেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত
-
সুরক্ষিত যৌনাচার
-
হেপাটাইটিস বি টিকা গ্রহণ
-
অ্যালকোহল পরিহার
-
ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম
বিশেষজ্ঞদের মতে, সতর্কতা অবলম্বন করলে হেপাটাইটিসের বেশিরভাগ ক্ষেত্রই প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে ফ্যাটি লিভার ডিজিজ বর্তমানে হেপাটাইটিসের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে, যা স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য।