বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৪৯ একর জমিতে বিসিক শিল্প পার্ক নির্মাণ প্রকল্প হাতে নেয় ২০১৫ সালে। প্রায় ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই বছরের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও, ১০ বছর পেরিয়ে ২০২৫ সালেও কাজ পুরোপুরি শেষ হয়নি। বরং নতুন করে ২০২৭ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ কোটি টাকার বেশি।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে ফিজিবিলিটি স্টাডি, সঠিক পরিকল্পনা ও ডিজাইন ছাড়া প্রকল্প গ্রহণ করায় জমি অধিগ্রহণেই লেগে যায় প্রায় সাত বছর। ২০১৫ থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ চলতে থাকে। এতে প্রকল্পের সময় ও ব্যয় দুটোই বেড়ে যায়।
বিসিক শিল্প পার্কের জন্য অধিগ্রহণ করা জমিতে মাটি ভরাটের কিছু অগ্রগতি হলেও ৯৫টি শিল্প প্লট, প্রশাসনিক ভবন, রাস্তা, ড্রেনেজ, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, সীমানাপ্রাচীরসহ বেশিরভাগ কাজই এখনো শেষ হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসনের ধীরগতি, জমি হস্তান্তরে বিলম্ব, বন্যার লেভেল বিবেচনায় অতিরিক্ত ভূমি উন্নয়ন, রেট সিডিউল পরিবর্তনসহ নানা কারণে প্রকল্প বারবার সংশোধন করতে হয়েছে।
বিসিকের উপ-মহাব্যবস্থাপক জিএম রব্বানী তালুকদার জানান, “প্রকল্প নেওয়ার সময় ফিজিবিলিটি স্টাডি বাধ্যতামূলক ছিল না। জমি হস্তান্তরেও দীর্ঘ বিলম্ব হয়েছে। এখন আর্থিক ও ভৌত অগ্রগতি দ্রুত এগোচ্ছে। আমরা আশা করছি ২০২৭ সালের মধ্যে কাজ শেষ হবে।”
এই শিল্প পার্ক চালু হলে প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নিটিং, ডাইয়িং, গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এখানে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।











