বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ঢাকায় শুরু হয়েছে ভবিষ্যৎ ম্যাচ রেফারিদের নিয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা। কর্মশালায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার ৩০ জন সাবেক ক্রিকেটার। টাঙ্গাইল জেলার সাবেক ক্রিকেটার সাজ্জাদ কাদির, ইসলাম খান ও আবু নাসের মানিকও এতে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) প্রশিক্ষণের উদ্বোধন করেন বিসিবির সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাহিম, আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মিঠু।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি এস এম রকিবুল হাসান ও নিয়ামুর রশিদ রাহুল। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন চলবে এই প্রশিক্ষণ।
এতে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক, আরাফাত সানী, ইলিয়াস সানী, নাঈম ইসলাম, ফজলে মাহমুদ ও নারী ক্রিকেটার রুমানা আহমেদসহ অনেকে।