
বাসাইল প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামের এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
বাসাইল থানার এসআই মজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে।
আলাল মিয়া জানান, গত ৬ মাস আগে শরিফুল সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসেন।
সে তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকানবাড়ী গ্রামের আমেনা নামের এক মেয়েকে বিয়ে করে।
শুক্রবার (১৫ অক্টোবর) শরিফুল শ্বশুরবাড়ীতে যায়। পরে খবর পাই শরিফুল মারা গেছে।
স্থানীয় জানান, বিকেলে বনলতা একপ্রেসটি ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাওয়ার সময় সোনালিয়া রেলক্রসিং এলাকায় আসলে শরিফুল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই মজিবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনও ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন। সম্পাদনা – অলক কুমার
			
    	
		    
                                
                                




							



