কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদরাসাছাত্র মো. সামিউল হক সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২০ জানুয়ারি সোমবার দুপুরে বুড়িচং সদরে অবস্থিত ডা.আব্দুল করিম হাফেজিয়া মাদরাসার সামনে থেকে কোথাও চলে যায় সে, পরে আর মাদরাসায় ফিরে আসেনি।
সাত দিন ধরে বিভিন্ন সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ২৫ তারিখ শনিবার থানায় নিখোঁজের ডায়েরি করেছে ছাত্রের ভাই রিফাতুল ইসলাম। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদরাসার মুহতামিম মোহাম্মদ আলী। তিনি জানান, ‘নিখোঁজ মাদরাসাছাত্র মো. সামিউল হক (১৩) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মো. হাবিল মিয়ার ছেলে। নিখোঁজের ঘটনায় সন্ধান চেয়ে শনিবার থানায় জিডি করেছে পরিবার।’মাদরাসাছাত্রের পিতা হাবিল মিয়া ও মা জাহানারা জানান, ‘আমার ছেলে মো. সামিউল হক বুড়িচং ডা. আব্দুল করিম মাদরাসায় হেফজ বিভাগে পড়ালেখা করে।
মাদরাসার হুজুরের মাধ্যমে জানতে পারি, গত সোমবার মাদরাসায় দুপুরে খাবারের সময় দুই ছাত্র বের হয় যায়, একজন ফিরে এলেও সামিউল ফিরে আসেনি। পরবর্তী সময়ে আশপাশের দোকান ও লোকজন এবং আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করলেও তারা কেউ সন্ধান দিতে পারেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।’
জিডিতে হাবিল মিয়া ছেলে মো. সামিউল হকের শারীরিক গঠনের বর্ণনায় লেখেন, তার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, ওজন ৩০ কেজি, বয়স ১৩ বছর, গায়ের রং কালো, মুখমণ্ডল স্বাভাবিক, গায়ের পোশাক- সাদা পাঞ্জাবি ও পায়জামা, মাথায় টুপি এবং পায়ে কালো জুতা ছিল।