নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে কাগমারী পুলিশ ফাাঁড়ি।
কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেনের নেতৃত্বে ফাঁড়িতে কর্মরত প্রতিটি সদস্য এই কাজ করে যাচ্ছেন।
ফাঁড়ি এলাকা ঘুরে জানা যায়, ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন নিজস্ব অর্থায়নে মাস্ক কিনে সাধারণ মানুষের মাঝে বিতরণ করছেন।
এছাড়াও বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে পরামর্শ দিয়ে সচেতন করতেও দেখা গেছে এই পুলিশ কর্মকর্তাকে।
এবিষয়ে ওই এলাকার আনিস, রেজাউল সহ অনেকেই জানান, ফাঁড়ির ইনচার্জ খুবই ভালো একজন মানুষ। উনি মানুষকে খুব সহযোগিতা করেন।
কাগমারী ফাঁড়িতে কর্মরত সদস্যরা জানান, স্যার নিজ উদ্যোগে করোনা মোকাবেলায় মানুষকে সচেতন করা ও মানুষের মাঝে মাস্ক বিতরণ করে যাচ্ছেন।
কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, মানুষের জন্য কাজ করতে ভালো লাগে; তাই করি।
এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করে বলেন, মানুষ আপন কিন্তু অসুখ আপন না। তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস মুক্ত থাকবো। সম্পাদনা – অলক কুমার