বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগপন্থি ৯৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।
রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করা হয়। দুপুর ২টার দিকে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন— ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগর, সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, সাবেক পিপি নজরুল ইসলাম শামিমসহ অনেকে।
আসামি মোরশেদ হোসেন শাহীন জানান, রাজনৈতিক কারণে তাদের হয়রানি করা হচ্ছে।
২০২৩ সালের ৪ আগস্ট আদালত এলাকায় হামলা ও সহিংসতার ঘটনায় ৬ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় মামলা হয়, যাতে ১৪৪ জন আইনজীবীকে আসামি করা হয়। এর মধ্যে ১১৫ জন আগাম জামিনে ছিলেন, যার মেয়াদ শেষ হচ্ছে ৭ এপ্রিল।
মামলায় অভিযোগ রয়েছে, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগানে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সহিংসতায় জড়ান, এমনকি এক আইনজীবীকে হত্যাচেষ্টাও চালানো হয়।