কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় উপজেলা যুবলীগের নেতা মকসুদ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বিকেলে চরতেরটেকীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে পাকুন্দিয়া থানা পুলিশ আটক করে।
গ্রেপ্তার মকসুদ চরতেরটেকীয়া গ্রামের মৃত মো. সোহরবাব উদ্দীনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। রবিবার (২৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন জানান, গত বছরের ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নজরুল ইসলাম নামের একজন বিএনপি কর্মী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিলেন। মামলায় মোট ৯৪ জনকে আসামি করা হয়েছিল এবং আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মকসুদ এ মামলার ৭৩ নম্বর এজাহারভুক্ত আসামি।
ওসি জানান, ‘আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।’