মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি শ্রমিকদের সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
আজ বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশনের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা বৈষম্যের সুযোগ থাকবে না এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
প্রথম পর্যায়ে যেসব কর্মী গত বছর শ্রমবাজার বন্ধ থাকায় যেতে পারেননি, তাদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মী বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হবে।
লুৎফে সিদ্দিকী আরও জানান, মালয়েশিয়ায় সীমিত কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিতে আগ্রহী সরকার। তাই স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধনের আলোচনা হবে।
তিনি স্পষ্ট করেন, মালয়েশিয়া সরকার শ্রমবাজার ইস্যুতে কোনো শর্ত দেয়নি এবং যারা সিন্ডিকেট করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়েও কোনো শর্ত নেই।
অপরদিকে, মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার প্রক্রিয়া নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছে এবং অত্যন্ত আন্তরিকভাবে শ্রমিক নিতে আগ্রহী।
বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. ম. শাহরিন বিন উমর।
এই বৈঠকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।