টাকা দিয়ে দলীয় মনোনয়ন বিক্রির প্রবণতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “একজন ব্যবসায়ী রাজনীতিতে আসতে চাইলে অন্তত তিন বছর কোনো দলের সঙ্গে যুক্ত থাকা উচিত।” একইসঙ্গে নির্বাচন কমিশনেরও এমন একটি নীতিমালা থাকা উচিত বলে মত দেন তিনি।
শনিবার (৩ মে) এফডিসিতে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক’ বিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও জানান, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর যন্ত্রপাতি ও মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। একইসঙ্গে, কোনো নতুন মালিক যদি কারখানা নিতে চান, তাহলে সেটিরও সুযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় তিনি রানা প্লাজা দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “২০১৩ সালের ওই ট্র্যাজেডিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। দোষীদের শাস্তি না দিয়ে বরং রেশমা নাটক বানিয়ে তা আড়াল করার চেষ্টা হয়েছিল।”