৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে গতকাল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো বৈঠক হয়।
প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, গঙ্গা-তিস্তা চুক্তি, সংখ্যালঘুদের নিরাপত্তাসহ নানা ইস্যুতে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার। তিনি তাকে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চান।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ এসেছে এবং তা এখন সরকারের বিবেচনাধীন।
বৈঠকে মোদি জানান, ভারত শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। ইউনূসও ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।
এই বৈঠককে দুই দেশের ভবিষ্যৎ কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।