ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) ভোরে ঘটে এই হত্যাকাণ্ড, এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শনিবার ভোরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নাসির উদ্দিন প্রতিপক্ষের আঘাতে নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তদন্ত শুরু করেছে এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।











