ভারতের সঙ্গে ১৩১ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য সামরিক সহায়তা চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। দেশ দুটির কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (DSCA) এই সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তার প্রস্তাবে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে এবং মার্কিন কংগ্রেসকে বিষয়টি অবহিত করেছে।
এ চুক্তির আওতায় সরবরাহ করা হবে অত্যাধুনিক সামুদ্রিক সচেতনতা সরঞ্জাম ও অন্যান্য সামরিক সরঞ্জাম, যা ‘ফরেন মিলিটারি সেলস’ (FMS) বা বিদেশি সামরিক বিক্রয় কাঠামোর অধীনে সম্পন্ন হবে। এটি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (MDAs) কর্মসূচির অংশ, যেখানে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “এই প্রস্তাবিত বিক্রয় ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির ভূমিকা আরও জোরদার হবে।”
এছাড়া, এই চুক্তি মার্কিন জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির লক্ষ্য পূরণেও সহায়ক হবে বলে জানিয়েছে DSCA।