পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। বুধবার (৭ মে) দেশটির সামরিক মুখপাত্র ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি ও চীনের সিনহুয়া নিউজ।
তিনি জানান, মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ওই ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায়। ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও তা ফলপ্রসূ হয়নি। হামলার দুই সপ্তাহ পরেই পাকিস্তানে ভারতের এই সামরিক হামলা সংঘটিত হলো।